মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সম্পৃক্ত থাকলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত নন। সেই সঙ্গে শান্তির জন্য প্রস্তুত থাকলে জেলেনস্কিকে পুনরায় হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি এক বৈঠকে বাগ্বিতণ্ডায় জড়ানোর পর সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এ মন্তব্য করেন ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলে মন্তব্য করেন ট্রাম্প।
বৈঠকে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপসে যেতে চান না তিনি। উদ্ভূত পরিস্থিতিতে খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একে পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র যুক্ত থাকলে প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত নন বলে আমি নিশ্চিত।’
ট্রাম্প আরও লেখেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান’ করেছেন। যেদিন তিনি (জেলেনস্কি) শান্তির জন্য প্রস্তুত হবেন, আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন।
এর আগে বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।’
বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনওভাবে ছাড় দেয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি।
নদীবন্দর/এআরকে