1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র - Nadibandar.com
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএফআইডিসি ও বন অধিদপ্তরের মধ্যে রাবার বাগানের লিজ নবায়ন চুক্তি সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের মডেল হতে পারে শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর : পররাষ্ট্র উপদেষ্টা ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান ট্রেড ইউনিয়ন নেতাদের অধিকাংশ মামলা বাতিল হয়েছে : শ্রম উপদেষ্টা খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা গুম কমিশনের মেয়াদ ৩ মাস বাড়াল সরকার গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ সরকার
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১ বার পঠিত

মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সময় দফতরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস কোনো সরাসরি জবাব দেননি। তিনি বিষয়টিকে কূটনৈতিক আলোচনার বিষয় হিসেবে উল্লেখ করে আগাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সোমবার (১৭ মার্চ) পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর, পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন দায়িত্ব পালন করছেন—এমন পরিস্থিতিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন, তা জানতে চান।

জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কথা বলছেন। অবশ্যই, অন্য দেশে কী ঘটছে তা কীভাবে আমরা (যুক্তরাষ্ট্র) এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন দেখবে, তা বেশ কিছু দিক নিয়ে চিন্তা করা হয়।’

এখানে, প্রশ্নকারী যখন বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি কথা বলেন, তখন ট্যামি ব্রুস বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি অনুসরণ করবেন, তবে কূটনৈতিক আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কথোপকথন হতে পারে—এ বিষয়ে আমি এখানে অনুমান করতে চাই না। আপনি চাইবেন না যে আমি এটি অনুমান করি।’

এরপর প্রশ্নকারী সাংবাদিক আবার প্রশ্নটি পুনরায় করার ইচ্ছা প্রকাশ করলে, ব্রুস বলেন, ‘আমি যা বলব না, তা হলো—সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক আলোচনা অথবা একটি নির্দিষ্ট দেশে কী ঘটছে সে বিষয়ে কোনো মনোভাব প্রকাশ করা, কারণ এটি কূটনৈতিক আলোচনার অংশ। এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এবং বিশেষ কোনো ফলাফল নিয়ে অনুমানও করব না।’

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com