চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই ঘটছে ওলটপালট ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর শুল্কের প্রভাবে মার্কিন শেয়ার বাজারে পতন অব্যাহত আছে।
এর আগে চীনের পাল্টা শুল্কারোপে এক দফা মার্কিন শেয়ারবাজারে ধস নামে। এরপর সপ্তাহব্যাপী সূচক নিম্নগামী।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে টানা মার্কিন শেয়ারের দর কমেছে। মঙ্গলবার সেই পালে আরও হাওয়া লাগে। ফলে প্রায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো বিস্তৃতভিত্তিক এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমে পয়েন্ট ৫০০০-এর নিচে থেকে মার্কেট বন্ধ হয়। দিনের সর্বনিম্ন পর্যায়ে থেকে এসঅ্যান্ডপি ৫০০ মন্দার বাজার অঞ্চলে নেমে শীর্ষ থেকে ১৮.৯% কমে বন্ধ হয়। টানা পয়েন্ট হারিয়ে তা ব্যাপক ধসের শঙ্কায় ঝুলে আছে।
এলএসইজির তথ্য অনুসারে, গত ২ এপ্রিল ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে এসঅ্যান্ডপি ৫০০ ভুক্ত কোম্পানিগুলোর শেয়ার বাজার মূল্য ৫.৮ ট্রিলিয়ন ডলার হ্রাস পেয়েছে, যা ১৯৫০-এর দশকে বেঞ্চমার্ক তৈরির পর থেকে চার দিনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি।
এ ছাড়া শুক্রবার থেকে বাজারে মন্দার মধ্যে থাকা নাসডাক ডিসেম্বরের রেকর্ড সর্বোচ্চ থেকে ২৪.৩% কমে দিন শেষ করে। কার্যদিবস শেষে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল ডিসেম্বরের রেকর্ড সর্বোচ্চ থেকে ১৬.৪% দরপতনের মুখে পড়ে।
শুক্রবার (৪ এপ্রিল) থেকে মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে। ওই দিন প্রধান প্রধান সূচকগুলো প্রায় ৬% হ্রাস পায়।
নদীবন্দর/এসএইচ