বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের জোয়ানরা রবিবার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকা মূল্যমানের ভারতীয় ঔষধসহ এক ব্যাক্তিকে আটক করেছে।
বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এসএমজাকারিয়া স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তি মারফত জানানো হয়, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপির হাবিলদার মোঃ নূরে আলম মোল্লার নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল রবিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে কালাঘর গোদারাঘাট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতেটহল দল সীমান্ত এলাকা থেকে কাধে কার্টুন নিয়ে আসা এক ব্যাক্তিকে চ্যালেঞ্জ করে। উক্ত ব্যাক্তি কার্টুন ফেলে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করে। পরে কার্টুন থেকে আনুমানিক ২ লক্ষ ১০ হাজার ৮ শত৯০ টাকা মূল্যমানের ভারতীয় ঔষধ জব্দ করে। আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রহমান (২৫)। সে কলমাকান্দা উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র। পরে আটককৃত ব্যাক্তিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।
নদী বন্দর / এমকে