সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে গণহারে টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর থেকে প্রথম দিনেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন ১০১ জন। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ব্যক্তিকে টিকা দেওয়া হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার গাদ্দাফী সিকদার জানান, টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০১ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীর বেশির ভাগই সরকারী চাকুরিজীবি। আর এখন পর্যন্ত টিকা গ্রহণের জন্য ৩৫০ জন ব্যক্তি রেজিষ্টেশন করেছেন।
নদী বন্দর / জিকে