নার্সিং পরীক্ষার ১ লাখ ২০ হাজার টাকা সম্মানি ফিরিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান।
সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টরে দেখা যায় কোনো বোর্ড মিটিং হলে সেখানে বোর্ড মেম্বার যারা আসেন, তাদের সম্মানি দেওয়া হয়। সর্বোচ্চ ৫ হাজার টাকা সম্মানি দেওয়া হয়। এই কথাটা বলা হয়, যিনি গ্রামীণে (গ্রামীণ ব্যাংক, স্বাস্থ্য উপদেষ্টা সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন) কাজ করছেন, তিনি এই টাকাটা পাবেন না। যিনি গ্রামীণের সঙ্গে সম্পৃক্ত নন, বাইরে থেকে এসেছেন তাকে এই সম্মানিটা দেওয়া হয়। মিটিং দুপুর পর্যন্ত হলে খাবার দেওয়া হয়। এ ছাড়া কাউকে কোনও টাকা-পয়সা দেওয়া হয় না।
তিনি বলেন, এখানে এসে দেখলাম নার্সদের যে পরীক্ষা হয়, নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল, নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা খাতাটা দেখেন, তারা সম্মানী পাবেন। কিন্তু দেখা গেলো, নার্সিংয়ের ভাগ হিসেবে আমার কাছেও চলে আসলো এক লাখ ২০ হাজার টাকার মতো। আমি এই টাকাটা ফেরত দিলাম। বললাম, আমি তো এ টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না। এটা হবে কেন?
নূরজাহান বেগম আরও বলেন, বিভিন্ন মিটিংয়ে দেখা যায়, একটা থোক অ্যামাউন্ট বরাদ্দ থাকে। সেটা নিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছিল। যার যার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পদক্ষেপ নেবে।
নদীবন্দর/ইপিটি