রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
মেহরাজ আলোচিত এই হত্যাকাণ্ডের এক নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ঘটনায় জড়িত তিন ছাত্রকে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই ছাত্রীকেও বহিষ্কার করা হয়।
এর আগে সোমবার ভোরে খুলনার তেরখাদা বিল দুরিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর (বালুর পুকুরপাড়া) গ্রামের লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ী যোগাদহ গ্রামের সুলাইমান শেখের ছেলে আল আমিন সানিকে (১৯) গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকেই মহাখালী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গত রোববার বিকেলে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়। পরে রাতেই সেই ঘটনায় বাদী হয়ে তার ফুফাতো ভাই আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় মেহেরাজসহ চারজনকে গ্রেফতার করা হলো।
নদীবন্দর/জেএস