বৈশাখের খরতাপের মধ্যে দেশে অগ্নিকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৯টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সোমবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দেওয়া দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য থেকে জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (২৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সারাদেশে মোট ১৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকায় ৯টি, আহত হয়েছেন একজন। ময়মনসিংহে ৩টি, সিলেটে একটি, রাজশাহীতে একটি, চট্টগ্রামে দুটি এবং রংপুরে তিনটি আগুনের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ঢাকা ছাড়া আর কোথাও আহত বা নিহত হয়নি বলেও জানায় মন্ত্রণালয়টি।
নদীবন্দর/জেএস