জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেন।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন- ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান হয় এর অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। তিনিই কর্মসূচি ঘোষণা করতেন। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করলে নাহিদ ইসলাম শুরুতেই উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে নিজে তরুণদের নেতৃত্বে দল করার লক্ষে গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম।
নদীবন্দর/এএস