অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ আহ্বান জানান তারা।
আজ বৃহস্পতিবার (০১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
এর আগে বেলা ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় এ সমাবেশ। তবে এখনও ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আসছেন।
শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীসহ আশপাশের জেলার বিএনপির নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
এদিকে, সমাবেশ ঘিরে নয়াপল্টন, কাকরাইল এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।
নদীবন্দর/জেএস