বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। শারীরিকভাবে সুস্থবোধ করলেও এখনো নিশ্চিত নয় কবে দেশে ফিরবেন তিনি। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে চার মাস লন্ডনে কাটিয়ে দেশে ফিরে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে লন্ডন থেকে ফেরার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা জানান তিনি।
গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী। পুরো সময়ে লন্ডনে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, জুবাইদা রহমান এসেছেন। ১৭ বছর তাকে সরকার আসতে দেয়নি। তাদের মেয়ে জাইমা রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেদিন বেশি দূরে নয়, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
জুবাইদা রহমান আবার লন্ডন যাবেন কিনা —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় বলে দিবে তিনি কয়দিন থাকবেন। কারণ, তার স্বামী, মেয়ে সেখানে আছেন। স্বাভাবিকভাবে তিনি যাবেন। খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।
ডা. জাহিদ বলেন, বিএনপির নেতৃত্বে কোনো গ্যাপ নেই। অনেকে বলেছিলেন জিয়াউর রহমানের পরে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। একজন নেত্রী আমাদের নেত্রীকে বলতেন উনি যায় না কেন? এখন উনিই চলে গেছেন। দেশনেত্রী ফিরে এসেছেন। জাতির যখনই প্রয়োজন হবে তখনই তিনি নেতৃত্ব দেবেন।
নদীবন্দর/জেএস