টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই সোহাগপাড়া এলাকায় ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫ টার আসবাবপত্র নিয়ে একটি পিকআপ টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের গোড়াই সোহাগপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও মালামালের মালিক তিন জন ঘটনাস্থলে নিহত হন।
এর পর খবর পেয়ে উপজেলার মির্জাপুর গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসের সদস্য মরদেহগুলো উদ্ধার করে।
এ ঘটনায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তকের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নদীবন্দর/জেএস