1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
যশোরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল - Nadibandar.com
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৭ বার পঠিত

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে বোরহান কবির (১৮) নামে এক মেধাবী কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে দুই ঘন্টাব্যাপি মণিরামপুর পৌরশহরে বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করে। এরআগে একই দাবিতে মণিরামপুর থানা ঘেরাও করে এলাকাবাসী।

বোরহান কবির মণিরামপুর হাসপাতালসংলগ্ন মোহনপুর গ্রামের আহসানুল কবিরের ছেলে। সে মণিরামপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল বোরহান।

শনিবার সকালে সাইকেল চালিয়ে পৌরশহর থেকে উপজেলার খালিয়া গ্রামে যায় বোরহান। তখন মোটরসাইকেল ছিনতাইকারী ভেবে নাইম হোসেন নামে এক যুবক তাকে পিটিয়ে রক্তাক্ত করে। খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্পের পুলিশ বোরহানকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। পরে দুপুর একটার দিকে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনা হয়।

অবস্থা গুরুত্বর হওয়ায় রাতে বোরহানকে ঢাকায় নেওয়া হয়। পরে রোববার ভোরে মৃত্যু হয় তার। এদিকে ঘটনারদিন বোরহানকে গ্রেফতারের সাথে ঘাতক নাইমকেও আটক করেছিল পুলিশ। পরে বোরহানের পিতা থানায় মারপিটের মামলা করলে পুলিশ নাইমকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

বোরহান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজগঞ্জ ক্যাম্পের উপ-পরিদর্শক তপন কুমার নন্দী বলেন, নাইম হোসেন নামে একজন আসামি জেলহাজতে আছে। মারপিটের মামলাটি হত্যা মামলায় পরিণত করতে আদালতে প্রেয়ার দেওয়া হয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে ।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com