উপজেলা পর্যায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক এক সেমিনার মোংলায় অনুষ্টিত হয়েছে। সেমিনারে অংশ নেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। অনলাইন অ্যাপসের মাধ্যমে সোমবার সকাল সারে ১০টার দিকে অনুষ্ঠিত এই সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা,সহকারী পুলিশ সুপার মোঃ আসিব ইকবাল তাদের মতামত তুলে ধরেন । এসময় স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজ, ও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক নেতুবুন্দরা এসময় উপস্থিত ছিলেন। এসময় ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মাদ জাবের উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জাবেদ আহমেদ বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আক্রিস্ট করতেই এই সেমিনারের আয়োজন। তিনি মনে করেন, দেশিও পর্যটকদের আগমন ঘটাতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে। তাই এ শিল্পকে আরো প্রানোবন্তর করতে এবার উপজেলা পর্যায় “গ্রামীন উন্নয়নে পর্যটক শিল্প” গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সরকারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলা পর্যায়ে “গ্রামীন উন্নয়নে পর্যটক শিল্প” গড়ে তোরা হবে ।
সেমিনারে স্থানীয় বক্তারা বলেন, বাংলাদেশে বড় বড় বেশ কয়েকটি পর্যটক র্ষ্পট রয়েছে। এখানে পর্যটন মৌশুমে দেশ-বিদেশী পর্যটকরা এসে ভ্রমন করেন এবং মনমুগ্ধকর পরিবেশে সময় পার করেন। সুন্দরবনের পাশাপাশী বিভাবে গ্রামীন পর্যায় পর্যটন শিল্প গড়ে তোলা যায়, সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে সরকার। তাই উপজেলা পর্যায় সুশিল সমাজের কাছে পরামর্শসহ সকলের সহযোগীতার আহবান জানানো হয় এ সেমিনারের মাধ্যমে।
নদী বন্দর / এমকে