বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে অষ্টম দিনের মতো নগর ভবনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা।
বুধবার (২১ মে) সকাল থেকে ডিএসসিসি ভবনে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
ইশরাক সমর্থকরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেয়র নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘দুনিয়ার মজদুর, এক হও, লড়াই করো’, ‘জনতার মেয়র কে, ইশরাক ইশরাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
ইশরাক সমর্থকরা বলেন, দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে। বিলম্ব করা হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
তারা আরও বলেন, আদালত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন তালবাহানা করছে। এটি বন্ধ করতে হবে, ইশরাক হোসেনের সঙ্গে মেয়র পদ নিয়ে কোনো অন্যায্যতা মেনে নেয়া হবে না।
উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
এরই পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথের দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন করছেন তার সমর্থকরা।
নদীবন্দর/ইপিটি