করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর দিয়ে যাতায়াতকারীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের স্বাস্থ্য সংক্রান্ত স্ক্রিনিং কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার লক্ষে ইমিগ্রেশন,বিজিবি,পুলিশ প্লান্ট কোয়ারেন্টিন,আনসার ও বন্দর কতৃপক্ষকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসানের সভাপতিত্বে এতে পৌর মেয়র জামিল হোসেন,ওসি ফেরদৌস ওয়াহিদ,স্থলবন্দরের জনংসযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর দিয়ে দিয়ে যাতায়াতকারী লোকজনদের স্ক্রিনিং কার্যক্রম সঠিকভাবে সম্পুর্নের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে এসব কর্মকান্ডে নিয়োজিতদের নিজেকে সুস্থ্য রেখে কিভাবে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করতে হবে সে নির্দেশনা প্রদান করেন।
নদী বন্দর / জিকে