1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ব্যাপক ক্ষতির মুখে ইরান, পাল্টা হামলায় দিশেহারা ইসরায়েল - Nadibandar.com
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩০ বার পঠিত

ইরানের সামরিক নেতৃত্বকে অকার্যকর করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করা এবং নাতানজ ও ফোরদোর মতো পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতিসাধন করার শুক্রবার (১৩ জুন) ভোর থেকে দুই দফায় ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল। প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিসহ ইসরায়েলের কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দুই দেশই। তবে হামলা পাল্টা হামলায় ক্ষতির মুখে পড়েছে উভয় দেশ।

প্রথমে শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে তেহরানের বিভিন্ন আবাসিক ভবন, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। অভিযানে অন্তত ২০০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়। এই হামলায় ইরানে এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, র্শীষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীও রয়েছেন।

এর জবাবে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ গুরুত্বপূর্ণ অন্যান্য শহেরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে জেরুজালেম ও তেল আবিবের বেশ কিছু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিসহ ইসরায়েলের কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

শনিবার (১৪ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় আইআরজিসির প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি জানান, আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশন পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

ইসরায়েলের কৌশলগত ওইসব লক্ষ্যবস্তুতে একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলেও জানান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি।

বিশেষ করে নেভাতিম বিমানঘাঁটি ও ওভদা বিমানঘাঁটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর-মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত। এসব ঘাঁটিতে কমান্ড ও নিয়ন্ত্রণের পাশাপাশি ইসরায়েলের ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল। পাশাপাশি ইরানে যেসব ঘাঁটি থেকে আগ্রাসন চালানো হয়, তার মধ্যে এই দুটি ঘাঁটিও অন্যতম।’

এদিকে চলমান সংঘাতে দুই দিনে ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের দুই পাইলটকেও আটকে দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইরানের আকাশে ইসরায়েলি ওই যুদ্ধবিমান অবৈধ অনুপ্রবেশ করে। পরে সৈন্যরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেন। ওই যুদ্ধবিমানের পাইলটকে জীবিত আটক করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, সেনাবাহিনী ইরানি ভূখণ্ডে বিমান হামলায় জড়িত দুটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং একজন ইসরায়েলি নারী পাইলটকে আটক করেছে। আরেক পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com