1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫  - Nadibandar.com
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নদীবন্দর, জয়পুরহাট
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫২ বার পঠিত

জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাচালক ইদ্রিস আলী (৪০) নিহত হয়েছেন। এ ছাড়া শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচ জন।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকার একরাম আলীর ছেলে।

আহতরা হলেন—সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও নিহা আক্তার (২)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অটোরিকশাচালক ইদ্রিস আলী ৫ জন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এরপর ট্রাকটি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ইদ্রিস আলীর মৃত্যু হয় ও অটোরিকশায় থাকা শিশুসহ পাঁচজন যাত্রী আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।

এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ খনদ্কার ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ট্রাক্টরকে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

তিনি আরও বলেন,  ট্রাক ও ট্রাক্টরের ড্রাইভার-হেলপারকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com