আশুলিয়ায় তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
সকালেই সালমান এফ রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে, আনিসুল হককে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়। উভয় আবেদন নিয়ে শুনানি শেষে বিচারক সালমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আনিসুল হককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শাওন আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি ভ্যানে করে সবজি বিক্রি করতেন। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অংশ নেন। সেদিন আন্দোলনকারীদের সঙ্গে বাইপাইলের আরএমএসটি বিল্ডিংয়ের পাশে পৌঁছালে গুলিবিদ্ধ হন শাওন।
পরদিন নিহত শাওনের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সালমান এফ রহমান ও আনিসুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নদীবন্দর/ইপিটি