যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় টঙ্গী হাইওয়েতে ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ সেলিম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবার্তা মার্কিন রাষ্ট্রদূতের হাতে তুলে দেন ডা. তাহের। এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
নদীবন্দর/জেএস