বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তাদের দল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই বিপ্লবে নিহত সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সাবেক এই তথ্য উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগির আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে।’
এনসিপি নেতা বলেন, ‘ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই–সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে।’
এ সময় নাহিদের সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, তাসনিম জারা ও নিহত সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর হোসেনও ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে এক পথসভায় অংশ নেন নাহিদ ইসলাম।
সেখানে তিনি হুঁশিয়ারি দেন, ‘সারাদেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য যারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, তারা এই গণঅভ্যুত্থানকে রুখে দিতে চায়। কিন্তু মানুষ আবারও রাজপথে নামবে। এবার নামলে কাউকেই ক্ষমা করা হবে না।’
নাহিদ আরও বলেন, ‘আমরা যখন সারাদেশে পদযাত্রা করছি, তখন মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তা অভাবনীয়। এই কর্মসূচি ব্যাহত করার জন্য, ভয় দেখানোর জন্যই এ ধরনের হামলা চালানো হচ্ছে।’
নদীবন্দর/ইপিটি