1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে - Nadibandar.com
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত

দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের এসব শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হবে এ সহায়তা।

ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট প্রান্তিকে এ অনুদান পেতে অনলাইনে আবেদন করতে হবে আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কোনো শিক্ষার্থী শুধু একবারই এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত হলো, দুর্ঘটনার সময়কাল অবশ্যই চলতি অর্থবছরের (২০২৫-২৬) মধ্যে অথবা সর্বোচ্চ এক বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম-এ প্রবেশ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনের সঙ্গে শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রত্যয়ন, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ নির্ধারিত ফরম পূরণ করে আপলোড করতে হবে।

এছাড়া শিক্ষার্থী কিংবা তার পিতা-মাতার নিজস্ব ব্যাংক হিসাব নম্বর আবেদনপত্রে উল্লেখ করা বাধ্যতামূলক। অন্য কারো ব্যাংক হিসাব নম্বর গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে, অনলাইনে আবেদন করতে গিয়ে যদি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকায় না পাওয়া যায়, তবে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে লিখে ডাকযোগে অথবা ইমেইলে (ad.stipend@pmeat.gov.bd) পাঠাতে হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর।

প্রসঙ্গত, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসারে এ অনুদান দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com