পঞ্চগড়ের বোদায় দিনে দুপুরে ছুরি দিয়ে শাহিন (৩২) নামের এক যুবককে হত্যার করার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে উপজেলার সাকোয়া বাজারের আলশিয়ার মোর এলাকায়। পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শাহিন ভ্যান নিয়ে আলশিয়ার মোড় এলাকায় অবস্থান করার সময় যতন (১৭) নামের এক কিশোর ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। ছুরির আঘাতে শাহিনের কমর ও পেট কেটে প্রচন্ড রক্ত খরণ হয়। তাকে সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ছুরি মারার কারণ যানা যায়নি। আহত শাহিন সিংপাড়া গ্রামের মৃত দুলাল এর পুত্র এবং ছুরি আঘাতকারী একই গ্রামের হবু এর পুত্র। এ ব্যাপারে বোাদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, ছুরি মারার খবর পেয়ে বোদা থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। কি কারণে ছুরি আঘাত করা হয়েছে তা জানা যায়নি। অভিযুক্ত ব্যক্তিকে খোজে বের করার চেষ্টা চলছে।
নদী বন্দর / পিকে