আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে গোদাগাড়ী পৌরসভার নির্বাচন সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। রিপোর্ট লিখার পূর্ব পর্যন্ত কোথায় কোন প্রকার আইন শৃংখলা ভঙ্গের খবর পাওয়া যায় নি। মহিশালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আগামীকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
এবার গোদাগাড়ী পৌরসভা র্নিবাচনে (নৌকা প্রতীক) নিয়ে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, (ধানের শীষ) প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া (রুলু), সতন্ত্র প্রার্থী হিসেবে (নারিকেল গাছ) প্রতীক নিয়ে বর্তমান মেয়র মোঃ মনিরুল ইসলাম (বাবু), (জগ প্রতীক) নিয়ে আরেক জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডক্টর মোঃ ওবায়দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ১০ টা ১৫ মিনিটের সময় ৩ নং ওয়ার্ডে মাদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৫ বছর বয়সী লুৎফুর রহমান, তিনি প্রথম ইভিএম ভোট দিতে পেরে দারুন খুশি। কোন প্রকার ভয়ভীতি ছাড়াই ভোট প্রদান করেছেন বলে তিনি জানান।
৮১ বছর বয়সী নূরুন নেসা জানান, প্রথম মেশিনে ভোট দিলাম, ভাল লাগলো, এটাই শেষ ভোট কী আল্লাহ ভাল জানেন। কেউ কোন প্রকার বাধা প্রদান করেন নি। মাদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, আমার এখানে, ১ হাজার ৬শ ৩৬ ভোট, সকাল ১১ পর্যন্ত ৩শ ৬২ ভোট পড়েছে। বয়স্ক মহিলাগণ ভোট প্রদানে কিছ সুন্দুর, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৩০ জনসহ মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
প্রথম বারের মত গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । উপজেলা র্নিবাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মশিউর রহমান বলেন, সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। ইভিএম প্রস্তুত আছে , কেন্দ্রে কেন্দ্রে ভোটারের জন্য ০৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহন করা হচ্ছে। গোদাগাড়ী পৌরসভার মোট ভোটার ৩২ হাজার ২৫৭ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৩৮৩ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ৮৭৪ জন।
নদী বন্দর / এমকে