চট্টগ্রামের কোতায়ালিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নদীবন্দর/জেএস