রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে অংশগ্রহণ করতে সারাদেশ থেকে এসেছেন নেতাকর্মীরা।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় উদ্যান। দুপুর গড়াতে জনসমাগম ছাড়িয়ে যায় আশপাশের এলাকায়। এরইমধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে বন্ধ হয়ে গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শাহবাগ মোড়, কাটাবন, রমনাপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি। কিছুক্ষণ পর পর নেতাকর্মীরা স্লোগান আর মিছিল দিচ্ছেন। আবার কেউ বসে আছেন, কেউ নিচ্ছেন বিশ্রাম।
এ সময় জামায়াত নেতারা বলছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাকস্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা যতটুকু ভোগ করছি, তারই ধারাবাহিকতায় আমাদের জাতীয় সমাবেশ।
জানতে চাইলে নীলফামারী থেকে আসা সাইফুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক কর্মী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। আজকে মুক্ত বাতাসে জামায়াতের মহাসমাবেশ হচ্ছে, এতে আমরা আনন্দিত। এই সমাবেশের বার্তা দিতে চাই, ইসলামি মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ চলবে।
নদীবন্দর/ইপিটি