1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৩৪ - Nadibandar.com
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

ভিয়েতনামের হালং উপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও সাতজন।

স্থানীয় সংবাদপত্র ভিএনএক্সপ্রেস জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টার দিকে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে ৪৮ জন পর্যটক ও পাঁচ ক্রু নিয়ে নৌকাটি উল্টে যায়।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, বেশিরভাগ পর্যটকই দেশটির রাজধানী হ্যানয়ের বাসিন্দা, যার মধ্যে প্রায় ২০ জন শিশুও ছিল।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী দল ১২ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে আটজন শিশু। এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।

দেশটির জাতীয় আবহাওয়ার দফতর তাদের পূর্বাভাসে বলছে, একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় এই অঞ্চলের দিকে এগিয়ে আসছে। ‘উইফা’ নামে ঝড়টি আগামী সপ্তাহে হা লং উপসাগরের উপকূলসহ ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, হ্যানয় থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত হালং উপসাগর নীল-সবুজ জলরাশি আর চুনাপাথরের দ্বীপের জন্য অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্পট। প্রতি বছর কয়েক হাজার পর্যটক সেখানে নৌকা ভ্রমণে যান।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com