দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাজিলিয়ান সর্বকালের সেরা তারকা ফুটবলার পেলে। শোকবার্তায় তিনি বলেছেন, আমি আমার ভালো একজন বন্ধুকে হারিয়েছি এবং বিশ্ব হারিয়েছে একজন কিংবদন্তিকে।
নিজের টুইটার অ্যাকাউন্টে জয়ের পর বিশ্বকাপ হাতে ম্যারাডোনার একটি ছবি পোস্ট করেছেন পেলে। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যারাডোনাকে নিয়ে টুইট বার্তায় পেলে লিখেছেন, ‘খুবই বেদনাদায়ক খবর। আমি আমার ভালো একজন বন্ধুকে হারিয়েছি এবং বিশ্ব হারিয়েছে একজন কিংবদন্তিকে।’
তিনি আরও লিখেছেন, ‘অনেক কিছু বলার ছিল তাকে। কিন্তু এখন সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক। আশা করছি, আমরা একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলবো।’
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। ৩ নভেম্বর হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। তারপর অনেকটাই সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে আসেন। আর বুধবার না ফেরার দেশে পাড়ি জমান ঈশ্বরের হাত খ্যাত এই তারকা।
নদী বন্দর/এমএম