রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শেওড়াপাড়ায় ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে খবর ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ফ্যামিলি বাসা এবং মার্কেট উভয়ই রয়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
নদীবন্দর/জেএস