1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
লুট হওয়াসহ সব অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - Nadibandar.com
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি, আটক ৫ বার্ন ইনস্টিটিউটে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের দেখলেন প্রধান উপদেষ্টা আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, অতঃপর… ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগের দাবিতে উত্তাল মালয়েশিয়া আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, জানিয়ে দিলেন সিইসি এশিয়া কাপের সময়-সূচি ঘোষণা তৃতীয় দফায় আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
নদীবন্দর, নারায়ণগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের পর লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার সম্ভব হয়নি। তবে নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার করা হবে। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অধিকাংশ মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে।

‘এআই’ প্রযুক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক ও তথ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যেসব বাংলাদেশি রয়েছে তাদের তো নিতে হবে। সেটা ১০ কিংবা ২০ বছর পর হোক। তবে আমাদের নাগরিকদের সঙ্গে যেসব রোহিঙ্গাদের পাঠানো হয়েছে তাদের গ্রহণ করা হচ্ছে না। তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি। আমরা ভারতকে বলেছি আমাদের কোনো নাগরিক যদি ওইখানে থেকে থাকে তাহলে একটা নিয়মের মাধ্যমে পাঠিয়ে দিতে। যেমনটা আমরা ভারতীয়দের নিময়ের মধ্যে পাঠিয়ে থাকি। কিন্তু তারা নিয়মের মাধ্যমে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিবাদে কিছুটা কাজও হচ্ছে এবং পুশইনের সংখ্যাটা কমে আসছে।

মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি ফোনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কেউ যদি এই ঘটনাকে অবহেলা করে থাকে তাকেও শাস্তির আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন- র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন করেন। এসময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com