রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে যান তিনি।
এর আগে, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আরও ৫০ জন।
হতাহতদের মধ্যে বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটউটে ভর্তি রয়েছেন ৪০ জন। এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে।
নদীবন্দর/জেএস