রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় ঢুকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপির বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন।
রিয়াদ নামে সমন্বয়ক পরিচয়দানকারী এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি গণমাধ্যমকে জানান, চাঁদা দাবিকারী রিয়াদ গত ১৭ জুলাই দলবলসহ সাবেক এই এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেদিন তারা ১০ লাখ টাকা নিয়েও আসেন।
ওসি আরও জানান, ‘আজও চাঁদাবাজরা বাকি টাকার জন্য সাবেক এমপির বাসায় যায়। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নদীবন্দর/জেএস