পঞ্চগড়ের বোদায় ২ কেজি গাঁজা সহ রশিদুল ইসলাম (৩৫) নামের এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে বোদা থানার পুলিশ। গত রবিবার গভীর রাতে বোদা থানার মাদক বিরোধী অভিযানে তাকে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজার থেকে আটক করা হয়।
আটককৃত গাঁজা ব্যবসায়ী ঐ ইউনিয়নের মহিষবাথান গ্রামের রুহল আমিন এর পুত্র। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নদী বন্দর / এমকে