বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি আরও ৭ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও কাজিপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে কিছু এলাকায় ফসলিজমি ও বসতবাড়ি আংশিক জলমগ্ন হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান জানিয়েছেন, যমুনার পানি আর নতুন করে বাড়বে না। তিনি বলেন, বর্তমানে পানি বৃদ্ধির গতি স্থির হতে যাচ্ছে এবং শিগগিরই পানি কমতে শুরু করবে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
নদীবন্দর/ইপিটি