সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য, বানোয়াট ভিডিও এবং অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত জাতীয় তথ্য দেশবাসীর সম্মুখে খুব নির্ভরযোগ্যভাবে সহজভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল। এখানে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। আরও থাকবে ভোটার রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কিত বিষয়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কিত বক্তব্য। এছাড়া ভোটার হিসেবে আপনার যে নাগরিক দায়িত্ব, কর্তব্য এবং অধিকার রয়েছে, সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় এ চ্যানেলে আমরা পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘আমাদের মূল ফোকাস থাকবে নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী, এবং সমাজের পিছিয়ে পড়া জনগণ। তাদের এই মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা আমাদের মূল লক্ষ্যের মধ্যে একটা, যাতে তাদেরকে আমরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত করতে পারি, একইসঙ্গে তারা যাতে সচেতনভাবে দেশের গণতন্ত্রয়ানে অংশগ্রহণ করতে পারে, সে সুযোগ সৃষ্টি করতে চাই।’
সিইসি বলেন, ‘সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রত্যাবলী বিস্তারিতভাবে সুন্দরভাবে গ্রহণযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই। উন্মোচিত করতে চাই, যাতে মানুষের আস্থা এবং আমাদের যে স্বচ্ছতা, সেটি আরও সুদৃঢ় হয়।’
তিনি বলেন, ‘ইদানিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের সময়ে দেখা দিয়েছে। সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার। মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যেকোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। পাওয়া মাত্রই কিছু বিশ্বাস করে শেয়ার করবেন না। আগে যাচাই করে নেবেন।’
সিইসি বলেন, ‘আমরা সবাই মিলে এই অপতথ্য মোকাবিলায় একসঙ্গে লড়াই শুরু করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানোর প্রয়াস, সেটির বিরুদ্ধে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যাতে আপনারা আমাদের সঙ্গে মিলেমিশে এটা মোকাবিলা করতে পারি। সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপনে আমরা সবাই সহযোগিতা, সহায়তা করি। সঠিক তথ্য এবং প্রতিটা কণ্ঠস্বর, প্রতিটা ভোট যে গুরুত্বপূর্ণ- এই বিষয়টা আমরা প্রতিষ্ঠিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্যোগ নিই। আমরা এক হয়ে ইনশআল্লাহ জাতিকে একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পারব- এ বিশ্বাস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই।’
নদীবন্দর/জেএস