ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই, নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৩টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন এ তথ্য জানান।
গোলাম কিবরিয়া জব্বার এক ছেলে ও দুই মেয়ের জনক।
কিবরিয়া জব্বারের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নদী বন্দর / পিকে