আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার এ খবর জানিয়েছে। খবর সিনহুয়ার।
জাতিসংঘ অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি এই সাতদিনে ৩১৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বা সমুদ্র পথে অন্য কোন দেশে যাওয়া ঠেকিয়ে দিয়ে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।’
বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের এ পর্যন্ত মোট ২ হাজার ২৭৪ অবৈধ অভিবাসীকে সমুদ্র পথে যাত্রা থেকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩১৩ নারী ও ১৬০ শিশু রয়েছে।
অভিবাসন সংস্থা আরো জানায়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পথে ২০ অবৈধ অভিবাসী প্রাণ হারিয়েছে এবং আরো ৭০ জন নিখোঁজ রয়েছে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার এ দেশের রাষ্ট্রীয় অনিরাপত্তা ও বিশৃংখলার সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে অধিকাংশ ক্ষেত্রে লিবিয়কে বেছে নিতে দেখা যায়।
নদী বন্দর / এমকে