দীর্ঘ ৭ ঘণ্টা যানজটের ভোগান্তির পর সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন কুড়িল বিশ্বরোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। তবে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ সন্ধ্যা সাড়ে ৭টার পর তারা তুলে নেয়।
গুলশান বিভাগ ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে পুলিশের দাবি, শ্রমিকদের সঙ্গে তেমন কোনো সংঘর্ষ হয়নি। আমরা সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেছি এবং আন্দোলনরতদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি।
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের কারণে এ আন্দোলন পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে। সপ্তাহের শেষ দিন হওয়ায় রাজধানীতে যানজটের তীব্র চাপ লক্ষ্য করা গেছে। দীর্ঘ ৭ ঘণ্টা পর যানজটের কবল থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
এর আগে চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পরও আশ্বাস অনুযায়ী বকেয়া বেতন না পাওয়ায় আবারও সড়কে অবস্থান নেন গার্মেন্টস শ্রমিকরা।
নদীবন্দর/জেএস