ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের দফতরের পাশে একটি কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি (জিএস) এস এম ফরহাদ এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) মহিউদ্দীন খানসহ ডাকসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ডাকসুর কার্যক্রম শুরু হলো।
এই সভার বিষয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষর করেন। ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়, রোববার প্রথম সভা বসবে।
ডাকসুর এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল সর্বোচ্চ সাফল্য পেয়েছে। তারা মোট ২৮টি পদের মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছে। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ তিন পদ রয়েছে। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং একটিতে জয় পেয়েছে বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রতিনিধিদের পরিচয়পত্র, দাফতরিক অনুমোদনসহ আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আজকের সভার মধ্য দিয়েই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই নির্বাচিতদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। এখন তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। সে নির্বাচনে বিজয়ীরা ২৩ মার্চ দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর এবারের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো ৯ সেপ্টেম্বর।
এবারের ডাকসুতে কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
নতুন নেতৃত্বের এই প্রথম বৈঠকের মাধ্যমে ডাকসুর ২০২৫ সালের কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নানা প্রত্যাশা ও উদ্বেগ। নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের জয় ঘিরে বিতর্ক ও আলোচনা চলছে রাজনীতি ও ক্যাম্পাসজুড়ে।
তবে প্রথম বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভিপি-জিএসসহ নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন এবং নতুন অধ্যায় সূচিত হলো ডাকসুর ইতিহাসে।
নদীবন্দর/জেএস