নুরাল পাগলার আস্তানায় হামলার ছয় দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়। এবার সরিয়ে দেওয়া হয়েছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিদুর রহমানকে।
রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুল ইসলামকে রফতানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
গত ৫ আগস্ট জুমার নামাজের পর ‘ইমান-আকিদা রক্ষা কমিটির’ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
এসময় পুলিশসহ অর্ধশত মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পক্ষে-বিপক্ষে চলে আলোচনা-সমালোচনা। গ্রেফতার করা হয় ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে।
নদীবন্দর/ইপিটি