ঢাকায় পলিটেকনিক শিক্ষার্থীরা চার দফা দাবি দিয়ে প্রায় তিন ঘণ্টা পর তেজগাঁও সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তারা সড়ক অবরোধ থেকে সরে যান।
এর আগে সকাল সাড়ে ১০টার পর কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করে।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি জানায়। এতে চার দফা দাবিতে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন শুরু করে।
শিক্ষার্থীদের চার দাবি:
১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
শিক্ষার্থীরা তাদের আন্দোলন সরিয়ে নেওয়ার পর আশপাশের যানজটে আটকে থাকা যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা যায়।
নদীবন্দর/জেএস