রাজধানীর সদরঘাট এলাকার পাইকারি বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে বাজারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় ৫০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন কীভাবে লেগেছে, তা নিশ্চিত করে বলা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সদরঘাট এলাকার পাইকারি বাজারটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত একটি অঞ্চল হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা প্রথমেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও দোকানিদের মাঝে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, যা স্বস্তির খবর।
নদীবন্দর/এএস