সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম বলেন, দেশে অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে, যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা নষ্ট করতে সম্প্রতি দুর্গাপূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়ে পূজার আয়োজন করেছিলো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। বিচ্ছিন্ন এমন কিছু ঘটনায় হিন্দু ধর্মের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই সরকার কাজ করছে। তা যেন কেউ নস্যাৎ না করতে পারে সে বিষয়ে সাবধান থাকতে হবে।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগামীতে আরও উন্নতি হবে।
এ সময় ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
নদীবন্দর/ইপিটি