২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এসেছেন জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আসেন।
এ সময় স্নিগ্ধ বলেন, ‘আমরা শেখ হাসিনার ফাঁসির রায় দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এসেছি। এখানে অনেক শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা এসেছেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে। আজকে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখতে আমরা ছুটে এসেছি।’
স্নিগ্ধ বলেন, ‘একটি দেশে ক্ষমতার লোভে এমন হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। হত্যার শিকার পরিবারগুলো লাশ নিয়ে হাসিনার বিচারের দাবিতে সড়কে মিছিলে নেমেছিল। এমন একজন ক্ষমতাবান স্বৈরশাসকের আজ মামলার রায় ঘোষণা করা হবে। এমন ঘটনা বাংলাদেশে আর কখনো হয়নি। যে বিচারের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে।
‘আমাদের দাবি, এই স্বৈরশাসককে সরকার যেকোনো উপায়ে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করবে।’
নদীবন্দর/ইপিটি