নৌপথে চাদাঁবাজি করলেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পুলিশ সিলেটের পুলিশ সুপার মোছা. শম্পা ইয়াসমিন। তিনি বলেন, ‘পুলিশকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ পুলিশ জনগণের বন্ধু, যেকোনো অপরাধের তথ্য আপনারা পুলিশকে নির্ভয়ে জানান।’
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকের বাজার নৌ-পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতিবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নৌ-পুলিশের দায়িত্ব হচ্ছে হাওরের জেলা সুনামগঞ্জের নদীগুলোকে রক্ষা করা, নৌপথে চাদাঁবাজি, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধ রাখা। পাশাপাশি, নৌপথে মাদক ব্যবহার, চোরাচালান ও ডাকাতি রোধে নৌ-পুলিশ সর্বদা প্রস্তুত।
এ সময় পুলিশের সুপারের সঙ্গে স্থানীয় টুকের বাজার নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক রকিবুল ইাসলাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নদী বন্দর / এমকে