দিনাজপুরের হিলিতে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা,৫০ পিচ এ্যামম্পল ও ১১০ পিচ চেতনানাশক ইনজেকশন উদ্ধার করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় হিলি সিপিরোড থেকে এসব উদ্ধার করা হয়।
গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রাকে মাদক আসছে।এমন সংবাদ পেয়ে গোয়েন্দা সংস্থার সদস্যরা সিপিরোডে অবস্থান নেন।ভারতীয় একটি ট্রাক থেকে মাদকদ্রব্যগুলো বাংলাদেশী এক যুবকের কাছে হস্তাহন্তর করছে। এসময় গোয়েন্দা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা,৫০ পিচ এ্যামম্পল ও ১১০ পিচ চেতনানাশক ইনজেকশন ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে গতকাল শনিবার রাতেই হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তাহন্তর করা হয়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দা সংস্থা।
নদী বন্দর / পিকে