মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ সারাবিশ্বের মত বাংলাদেশেও বেড়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার (৫ ডিসেম্বর) দেশের ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দেবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতদিন অনুমোদন না হয় ততদিন সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানাসহ অসুস্থ বোধ করলেই যেন কোভিড-১৯ পরীক্ষা করান।
তিনি আরও বলেন, খুব শিগগিরই সারাদেশে রিয়েল টাইম আরটি (পিসিআর) ল্যাব স্থাপন করা হবে।
যে জেলাগুলোতে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে সেগুলো হলো- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, পটুয়াখালী, যশোর, মাদারীপুর ও সিলেট। এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি জেলায় সদর হাসপাতালে এই টেস্ট করা যাবে।
গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত নির্দেশনা ওই ১০ জেলায় পাঠানো হয়েছে জানিয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, অধিদপ্তরে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়ে, এরপর অ্যান্টিজেন কিটসহ তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সরকার করোনার র্যাপিড টেস্টের জন্য অ্যান্টিজেন কিট অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর গত ১৭ সেপ্টেম্বর সেটির অনুমোদনও দেয় সরকার। আর নীতিমালা প্রণয়ন করা হয়েছে তিন মাসেরও বেশি সময় আগে।
নদী বন্দর/বিআর