বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে গতকাল রবিবার ২শত ৩জন হতদরিদ্র দুঃস্থদের মাঝে জনপ্রতি (জানুয়ারী ৩০কেজী ও ফেব্রুয়ারী ৩০কেজী) মোট ৬০কেজী করে ভিজিডি’র চাল বিতরন উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউন নবী আলমগীর, প্যানেল চেয়ারম্যান আব্দুর লতিফ লাটিম, ইউপি সদস্য আফরুজা বেগম, নাজমা বিবি, আফজাল হোসেন, আপেল মাহমুদ, এমদাদুল হক, খোরশেদ আলম, মানিক মিয়া, ইউপি সচিব বলবন রহমান’সহ ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়নের গন্যর্মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
নদী বন্দর / জিকে