রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ ধরা পড়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে দৌলতদিয়া এলাকায় আল আমিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া ঘাটের বাবু সরদারের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৩শ’ টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে মাছটি আড়ত থেকে ১৩শ’ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় কিনেছেন। বেশি লাভের আশায় মাছটি বিক্রি করার জন্য ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন তিনি।
স্থানীয় কয়েকজন জেলেরা বলেন, নদীতে পানি কম থাকার মাঝেমধ্যেই এ বছর বড় বড় মাছ ধরা পড়ছে জালে।
নদী বন্দর / জিকে