হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এখও নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
নদী বন্দর / এমকে